নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এক বলিষ্ঠ ভূমিকা ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সুসংঘঠিত মুক্তিযোদ্ধাদের কমান্ডার এম.এ গনি, মোহাম্মদ আলী, মোঃ নাসির উদ্দিন, মহিউদ্দিন রতন, নুরুল ইসলাম, মোঃ সামসুল হক, মমিনুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ উল্লেখযোগ্য। ফতুল্লার পঞ্চবটিতে ডালডার মিল নামের এলাকা ছিল পাকসেনাদের দখলে।

প্রতিরাতে তারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে যমুনা জেটির কাছে নিয়ে আসত এবং গুলিবর্ষণ করে হত্যার পরে লাশগুলো বুড়িগঙ্গা নদীর জলে নিক্ষেপ করে ভাসিয়ে দেওয়া হতো বলে জানা যায়। মুক্তিযোদ্ধা দুলাল ও আমিনুর ডিক্রিরচর ও কানাই নগরে মুক্তিযোদ্ধাদের একটি শক্তিশালী গ্রুপ তৈরী করেন। বাবুরাইলের মুক্তিযোদ্ধা শরিফুল আশ্রাফ যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতিত্ব দেখাতে সক্ষম হন।

 

নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন
সাতগ্রাম জমিদার বাড়ি – নারায়ণগঞ্জ জেলা

 

নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নারায়ণগঞ্জ জেলা রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে, ২৩°৩৩’ থেকে ২৩°৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬’ থেকে ৯০°৪৫’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর জেলা উত্তরে নরসিংদী জেলা, গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ১৩ মিটার বা ৩২ ফুট।

ভূসংস্থান অনুসারে এ জেলা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পাললিক মাটির সমতল ভূমি। জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭৭৭ মিলিমিটার। বছরের অধিকাংশ সময়ই এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলাতেও এপ্রিল থেকে জুন হলো সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হলো সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন:-

জেলার সকল উপজেলায় ক্রীড়া পঞ্জী অনুযায়ী ক্রীড়া কর্মসূচী (মাসব্যাপী প্রশিক্ষণ ও প্রতিযোগিতা) বাস্তবায়ন করা হয়, আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, আর্থিক অনুদানের ব্যবস্থা, দুস্থঃ ক্রীড়াবিদদের মধ্যে অবসর ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়। জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য সুপারিশ করা, জাতীয় দিবস সমূহ উদযাপনে প্রশাসনকে সহায়তা এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ক্রীড়া পরিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল কার্যক্রম সম্পাদন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি – নারায়ণগঞ্জ জেলা

 

Leave a Comment