আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার জনপ্রতিনিধি, ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। কালেক্টরেটের প্রারম্ভিক দলিল-দস্তাবেজে নারায়ণগঞ্জের নাম উল্লেখ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
নারায়ণগঞ্জ জেলা রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে, ২৩°৩৩’ থেকে ২৩°৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬’ থেকে ৯০°৪৫’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর জেলা উত্তরে নরসিংদী জেলা, গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ১৩ মিটার বা ৩২ ফুট।
ভূসংস্থান অনুসারে এ জেলা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পাললিক মাটির সমতল ভূমি। জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭৭৭ মিলিমিটার। বছরের অধিকাংশ সময়ই এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলাতেও এপ্রিল থেকে জুন হলো সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হলো সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
নারায়ণগঞ্জ জেলার জনপ্রতিনিধি:-
| # | শিরোনাম | পদবি | ই-মেইল | মোবাইল | |
| ১ |
|
||||
| ২ | মেম্বার ৩নং ওয়ার্ড | ||||
| ৩ | চেয়ারম্যান | ||||
| ৪ | মেম্বার | ||||
| ৫ | মেম্বার | ||||
| ৬ | সংসদ সদস্য | ||||
| ৭ | ইউপি সদস্য | ||||
| ৮ | ইউপি সদস্য | ||||
| ৯ | ইউপি সদস্য | ||||
| ১০ | ইউপি সদস্য | ||||
| ১১ | ইউপি সদস্য | ||||
| ১২ | ইউপি সদস্য | ||||
| ১৩ | ইউপি সদস্য | ||||
| ১৪ | ইউপি সদস্য | ||||
| ১৫ | ইউপি সদস্য |
| ১৬ |
|
||||
| ১৭ | ইউপি সদস্য | ||||
| ১৮ | ইউপি সদস্য | ||||
| ১৯ | ইউপি সদস্য | ||||
| ২০ | শামীম ওসমান | সংসদ সদস্য | akm.sameemosman@gmail.com | ######## | |
| ২১ | এ.কে.এম সেলিম ওসমান | সংসদ সদস্য | akm.salimosman@gmail.com | ১৭১৩৪৩৫২২ | |
| ২২ | হোসনে আরা বেগম | সংসদ সদস্য | seat.37@parliament.gov.bd | ######## |
| ২৩ | মোঃ নাজিম উদ্দিন আহমেদ | উপজেলা ভাইস চেয়ারম্যান | unonarayanganj@mopa.gov.bd | ######## | |
| ২৪ | মোসা: নাছিমা আক্তার | উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান | sonargaonupazila@gmail.com | ######## | |
| ২৫ | আলহাজ্ব মো: হাবিবুর রহমান | পৌরসভার মেয়র | ferdousiakter890@gmail.com | ######## | |
| ২৬ |
|
ইউপি চেয়ারম্যান | rofiqulislampc@gmail.com | ######## | |
| ২৭ | হাজী মোঃ মনিরুল আলম সেন্টু | ইউপি চেয়ারম্যান | kutubpurup@gmail.com | ######## |
আরও পড়ূনঃ

