আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থান , নারায়ণগঞ্জ জেলায় ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মিলে মোট ২০ টি কলেজ, ২০ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(একই সাথে স্কুল ও কলেজ), ভোকেশনাল স্কুল ২, মাধ্যমিক বিদ্যালয় ১২৭, প্রাথমিক বিদ্যালয় ৪৫৮, কিন্ডার গার্টেন ৭৬ ও মাদ্রাসা ৫৬ রয়েছে।
২০১১ সালের তথ্য অনুযায়ী জেলার শিক্ষার হার ৫৭.১০%, নারী স্বাক্ষরতার হার ৫৯.৪৮% এবং পুরুষ স্বাক্ষরতার হার ৫৪.৫৬%, যা জাতীয় স্বাক্ষরতার হার ৬৬.৪% এর চেয়ে কম। হামদার্দ বিশ্ববিদ্যালয় সোনারগাও উপজেলায় অবস্থিত, দেশের সর্বপ্রথম স্থাপিত মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এখানে রয়েছে। এছাড়া সরকারি তোলারাম কলেজ ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।
নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
২৯২ বর্গমাইল এলাকা নিয়ে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয় যা ৫টি উপজেলা নিয়ে গঠিত। ১৮৮২ সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়। ২০১১ সালের ৫ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা সমন্ময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করা হয়।
নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থান:-
- প্রাচীন বৌদ্ধ মঠ, বারদী
- বারদী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির

- লাঙ্গলবন্দ স্নান ঘাট (পুন্য স্নানের জন্যে হিন্দু ধর্মাবলম্বীদের পুন্য তীর্থ -স্নান )
- লাঙ্গলবন্দ প্রাচীন মন্দির
- সাব্দী কালী মন্দির
- সাব্দী মঠ
- রাজা লক্ষী নারায়ণ মন্দির (১১৭৩)
- লক্ষী নারায়ণ পুষ্কুরিনি
- লক্ষী নারায়ণ কটন মিল
- সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি (১৩৯৩-১৪১১)

- কাজী সিরাজউদ্দিনের সমাধি (১৩৯৩-১৪১১)
- পাঁচ পীরের সমাধি
- জয়বাবা লোকনাথ মন্দির (১৪০১)
- বন্দর শাহী মসজিদ (১৪৮১)
- বন্দর শাহী মসজিদ পুষ্কুরিনি বা “গায়েবানা পুকুর’ (১৪৮১)
- সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ (১৪৮৪)
- কাইকারটেক হাট
- লর্ড ইংরেজ সাহেবের বাংলো (ধ্বংসাবশেষ )
- বাবা সালেহর মসজিদ (১৫০৫)
- বাবা সালেহর সমাধি (১৫০৬)
- গোয়ালদি মসজিদ (১৫১৯)
- কদম রসুল দরগাহ (১৫৮০)
- কদম রসূল সুলতানি মসজিদ (১৫৮০)
- কাঠ গোলাপ স্থান
- গ্রান্ড ট্রাঙ্ক রোড বা “সড়ক ই আজম “

- সোনাকান্দা হাট
- সোনাকান্দা দুর্গ (১৬৬০)
- ত্রিবেণী ঈশা খান পরিখা (সোনারগাঁও থেকে সোনাকান্দা) (১৬৬০)
- ত্রিবেণী পুল (১৬৬০)
- হাজিগঞ্জ দুর্গ (১৬৬৩)
- কেল্লার পুল (১৬৬৩)
- ত্রিমোহনী পুল (১৬৬৬)
- পাগলা পুল (১৬৬৬)
- বিবি মরিয়মের সমাধি, তোরণ দ্বার, অভ্যর্থনাগার। (১৬৭৮)
- বিবি মরিয়ম মসজিদ
- আশরাফিয়া জামে মসজিদ, আমলাপাড়া
- ঈসা খাঁ জমিদার বাড়ি
- পানাম নগর, সোনারগাঁও

- “কোম্পানি কুঠি” বা “নীল কুঠি”
- সোনারগাঁও লোকশিল্প জাদুঘর
- (অধুনা লুপ্ত) আদমজী জুট মিল্স
- জিন্দা পার্ক
- রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানা
- মুড়াপাড়া জমিদার বাড়ি
- সাব্দী কালী মন্দির
- লর্ড ইংরেজ সাহেবের কুঠি
- বায়তুল আমান (১৯৩৯)
- বোস কেবিন (১৯৪২)
- এ কে এম রহমত উল্ল্যাহ মুসলিম ইনস্টিটিউট (১৯৫২)
- বাংলার তাজমহল
- বাংলার পিরামিড
- কাঁচপুর সেতু
- কাঞ্চন সেতু
- সুলতানা কামাল সেতু
- পূর্বাচল উপশহর
- রূপায়ণ উপশহর
- পন্ডস গার্ডেন
- সোনাকান্দা স্টেডিয়াম

- টি হোসেন গার্ডেন, বাগান বাড়ি।
- জালকুড়ি বোট ক্লাব
- নম পার্ক
- মেরি এন্ডারসন (পর্যটনের ভাসমান রেস্তোরা)
- এডভ্যাঞ্চার ল্যান্ড
- জাতীয় ক্রিকেট ষ্টেডিয়াম (৩য়), ফতুল্লা
- রয়েল রিসোর্ট
- বালিয়াপাড়া জমিদার বাড়ি
- গোপালদী জমিদার বাড়ি
- সাতগ্রাম জমিদার বাড়ি

আরও পড়ূনঃ
