Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

নারায়ণগঞ্জ জেলার হাট-বাজার

নারায়ণগঞ্জ জেলার হাট-বাজার

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার হাট-বাজার।

নারায়ণগঞ্জ জেলার হাট-বাজার:-

# শিরোনাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
সনমান্দী বাজার সনমান্দী-বাজার , সোনারগাঁ
সনমান্দী-বাজার , সোনারগাঁ
সোনাকান্দা স্টেডিয়াম – নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ জেলার নামকরণ

১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। কালেক্টরেটের প্রারম্ভিক দলিল-দস্তাবেজে নারায়ণগঞ্জের নাম উল্লেখ পাওয়া যায়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। নারায়ণগঞ্জ শহরে এ জেলার প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত। নারায়ণগঞ্জ সোনালী আঁঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। ৬৮৩.১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে।

 

পানাম নগর – নারায়ণগঞ্জ জেলা

 

আরও পড়ুনঃ

Exit mobile version