Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

নারায়ণগঞ্জ জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।

নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। কালেক্টরেটের প্রারম্ভিক দলিল-দস্তাবেজে নারায়ণগঞ্জের নাম উল্লেখ পাওয়া যায়।

সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি – নারায়ণগঞ্জ জেলা

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

নাম পদবী কর্মকাল
মোস্তাইন বিল্লাহ জেলা প্রশাসক ০৪-০১-২০২১ হতে ১৭-০১-২০২২
মো: জসিম উদ্দিন জেলা প্রশাসক ২৩-০৬-২০১৯ হতে ০৪-০১-২০২১
রাব্বী মিয়া জেলা প্রশাসক 2016-09-07-2019-06-23
মোঃ আনিছুর রহমান মিঞা জেলা প্রশাসক
মনোজ কান্তি বড়াল জেলা প্রশাসক
মোঃ সামছুর রহমান জেলা প্রশাসক ২৩/০৩/২০০৯ থেকে ২১/১২/২০১১
এ এমএ রহমান জেলা প্রশাসক ১৯/০২/২০০৮ থেকে ২৩/০৩/২০০৯
সোঃ ফাইজুল কবীর জেলা প্রশাসক ২০/০৫/২০০৭ থেকে ১৯/০২/২০০৮
মোঃ আহসান হাবিব জেলা প্রশাসক ১৪/১১/২০০৬ থেকে ২০/০৫/২০০৭
মোঃ কামরুজ্জামান চৌধুরী জেলা প্রশাসক ১৭/০৯/২০০৬ থেকে ১৪/১১/২০০৬
এস,এম হারুনার রশিদ জেলা প্রশাসক ০৫/০৬/২০০৩ থেকে ১৭/০৯/২০০৬
আনোয়ারুল করিম জেলা প্রশাসক ২০/১০/২০০২ থেকে ০৫/০৬/২০০৩
মিয়া মুশতাক আহমেদ জেলা প্রশাসক ১২/০৩/২০০২ থেকে ২০/১০/২০০২
ড.এ কে এম হেলালউজ্জামান জেলা প্রশাসক ১২/১২/২০০১ থেকে ১২/০৩/২০০২

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী জেলা প্রশাসক ০৬/০৮/২০০১ থেকে ১২/১২/২০০১
সি কিউকে মুসতাক আহমেদ জেলা প্রশাসক ১০/১০/২০০০ থেকে ০৬/০৮/২০০১
মোঃ আবদুর রহমান জেলা প্রশাসক ২৭/০৫/১৯৯৭ থেকে ১০/১০/২০০০
এ কে ফজলুল আহাদ জেলা প্রশাসক ২০/১১/১৯৯৬ থেকে ২৭/০৫/১৯৯৭
নজরুল ইসলাম জেলা প্রশাসক ০২/১২/১৯৯৫ থেকে ২০/১১/১৯৯৬
মোঃ হাবিবুর রহমান জেলা প্রশাসক ২৭/০৭/১৯৯১ থেকে ০২/১২/১৯৯৫
মোঃ হারুন উর রশীদ জেলা প্রশাসক ০৭/০১/১৯৯১ থেকে ২৭/০৭/১৯৯১
মুহাম্মদ আশরাফ জেলা প্রশাসক ২৫/০৮/১৯৮৮ থেকে ০৭/০১/১৯৯১
মোহাম্মদ আবু তাহের জেলা প্রশাসক ০৫/০৯/১৯৮৬ থেকে ২৫/০৮/১৯৮৮
আহমদ মাহমুদুর রাজা চৌধুরী জেলা প্রশাসক ০৬/০৫/১৯৮৪ থেকে ০৫/০৯/১৯৮৬
মোহাম্মদ মোজাম্মেল হক জেলা প্রশাসক ১৫/০২/১৯৮৪ থেকে ০১/০৫/১৯৮৪
হাবিবুর রহমান অন্যান্য ১৮/১১/১৯৬৮ থেকে ১০/০৫/১৯৭১
আনোয়ারুল হক মহকুমা প্রশাসক ০৩/০৬/১৯৬৮ থেকে ১৭/১১/১৯৬৮
মির্জা এ ইসলাম মহকুমা প্রশাসক ০১/০৫/১৯৬৭ থেকে ২৫/০৪/১৯৬৮
এস আহমদ  মহকুমা প্রশাসক ২০/০৪/১৯৬৬ থেকে ০৫/০১/১৯৬৭
এস ইসলাম  মহকুমা প্রশাসক ২৪/০৮/১৯৬৫ থেকে ২০/০৪/১৯৬৬
এম সরাফতুল্লা মহকুমা প্রশাসক ২১/০৯/১৯৬৪ থেকে ২৩/০৮/১৯৬৫
এইচ টি ইমাম মহকুমা প্রশাসক ০৭/০৬/১৯৬৪ থেকে ২১/০৯/১৯৬৪
 এস হাসান আহমদ মহকুমা প্রশাসক ১৯/০২/১৯৬৩ থেকে ০৬/০৬/১৯৬৪
এম এ সাত্তার মহকুমা প্রশাসক ০৭/০৭/১৯৬২ থেকে ১৯/০২/১৯৬৩

 

সাতগ্রাম জমিদার বাড়ি – নারায়ণগঞ্জ জেলা

 

এইচ আহমদ মহকুমা প্রশাসক ১৪/০৭/১৯৬১ থেকে ০৬/০৭/১৯৬২
এ এস এইচ কে সাদিক মহকুমা প্রশাসক ০৩/০৭/১৯৬০ থেকে ০৩/০৭/১৯৬১
এস কে মাহমুদ মহকুমা প্রশাসক ১৪/০৩/১৯৫৯ থেকে ০৯/০৬/১৯৬০
এম মুজিবুল হক মহকুমা প্রশাসক ০৩/০২/১৯৫৮ থেকে ১৩/০৩/১৯৫৯
এস এম ওয়াসিন মহকুমা প্রশাসক ১২/০৩/১৯৫৬ থেকে ০২/০৪/১৯৫৬
এস এম ওসমান মহকুমা প্রশাসক ২০/০৪/১৯৭৫ থেকে ০২/০৩/১৯৫৬
এ এম এস হক মহকুমা প্রশাসক ১৭/০৭/১৯৫৩ থেকে ০২/০৩/১৯৫৫
আই এ ইমতিয়াজ মহকুমা প্রশাসক ০১/১০/১৯৫১ থেকে ০৯/০৭/১৯৫৩
এস এইচ শাহা মহকুমা প্রশাসক ০৩/১০/১৯৫০ থেকে ৩০/০৯/১৯৫১
এস এইচ কোরেশী মহকুমা প্রশাসক ১০/০৯/১৯৪৮ থেকে ০২/১০/১৯৫০
ডি এন হক মহকুমা প্রশাসক ১৬/০৮/১৯৪৭ থেকে ১০/০৯/১৯৪৮

 

আরও পড়ূনঃ

Exit mobile version