দুর্গোৎসবের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের ২১৪ মণ্ডপ

নারায়ণগঞ্জের ২১৪ মণ্ডপ – নারায়ণগঞ্জের মণ্ডপে মণ্ডপে চলছে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমা তৈরি হয়ে গেছে। এখন চলছে রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ। কোনও কোনও মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়েছে। মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে এখন। বলা যায়, প্রায় সবগুলো মণ্ডপ প্রস্তুত হয়ে গেছে। জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

 

দুর্গোৎসবের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের ২১৪ মণ্ডপ

 

সরেজমিনে দেখা যায়, মীনাবাজার এলাকার গোপীনাথ জিউর আখড়া মন্দির, সাহাপাড়া মণ্ডপ, টানবাজার এলাকার বঙ্গবিহারী হনুমান জিউর মন্দির, গলাচিপা এলাকার রামকানাই জিউর মন্দিরে প্রতিমা তৈরি শেষে রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ চলছে। পাশাপাশি মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে।

গোপীনাথ জিউর আখড়া মন্দিরে প্রতিমায় রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ করছেন প্রাণ গোপাল পাল পানু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। রঙের কাজও প্রায় শেষের দিকে। এ ছাড়া সাজসজ্জার জন্য শাড়িসহ জিনিসপত্র প্রস্তুত আছে। আমরা পাঁচ জন কারিগর দুই মাস ধরে কাজ করছি।

 

 

প্রতিমা তৈরিতে ব্যবহৃত উপকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিমা তৈরি করতে বাঁশ, কাঠ, খড়, তারকাঁটা, সুতা, পাট ও বিভিন্ন ধরনের মাটি এবং রঙ ব্যবহৃত হয়েছে। একটি প্রতিমা তৈরিতে প্রায় ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা খরচ হয়। এই মন্দির ছাড়াও আরও ১৪টিতে আমার অধীনে প্রতিমা তৈরির কাজ চলছে।

টানবাজার এলাকার বঙ্গ বিহারী হনুমান জিউর মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এ বিষয়ে কারিগর হৃদয় দাস বলেন, রঙের কাজ শেষের দিকে। এর পাশাপাশি মণ্ডপ সাজানোর কাজ চলছে।

সাহাপাড়া পূজামণ্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ করছেন অর্পন দাস। তিনি বলেন, প্রতিমার ওপরে রঙের কাজ চলছে। রঙের কাজ শেষ হলে মণ্ডপ সাজানোর কাজ আছে। বলা যায়, সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস বলেন, মহানগরের আওতাধীন ৬৬টি মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। গত ৫ আগস্টের পরে সারা দেশে হামলা হয়েছে। তবে নারায়ণগঞ্জে কোনও মন্দিরে হামলা হয়নি। ফলে আসন্ন উৎসব ঘিরে কোনও শঙ্কা নেই।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলায় এবার ২১৪ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে বলে জানালেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে এখন সাজসজ্জার কাজ চলছে। ২১৪টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতিটি মণ্ডপের কাজ শেষের দিকে। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হবে। ১৩ অক্টোবর দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

অপ্রীতিকর কোনও ঘটনা ঘটার শঙ্কা নেই উল্লেখ করে শিখন সরকার শিপন বলেন, দুর্গাপূজা ঘিরে বিএনপি, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো আমাদের সহযোগিতা করবে। তাদের স্বেচ্ছাসেবক প্রত্যেকটি মণ্ডপে থাকবেন। এ ছাড়া পুলিশ, র‌্যাব, আনসার, সেনাবাহিনীসহ গোয়েন্দা শাখার নজরদারি থাকবে। ফলে অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। কারণ ৫ আগস্টের পর এখানে মন্দিরে হামলা হয়নি।

 

 

দুর্গাপূজা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ থাকবে। এ ছাড়া আনসার সদস্য, র‌্যাব, সেনাবাহিনীসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা নেই।

 

আরও দেখুনঃ

Leave a Comment