Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

নারায়ণগঞ্জ জেলার উপজেলা

নারায়ণগঞ্জ জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার উপজেলা, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। নারায়ণগঞ্জ শহরে এ জেলার প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত। নারায়ণগঞ্জ সোনালী আঁঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। ৬৮৩.১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নারায়ণগঞ্জ জেলা রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে, ২৩°৩৩’ থেকে ২৩°৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬’ থেকে ৯০°৪৫’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর জেলা উত্তরে নরসিংদী জেলা, গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ১৩ মিটার বা ৩২ ফুট।

ভূসংস্থান অনুসারে এ জেলা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পাললিক মাটির সমতল ভূমি। জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭৭৭ মিলিমিটার। বছরের অধিকাংশ সময়ই এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলাতেও এপ্রিল থেকে জুন হলো সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হলো সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

 

সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি – নারায়ণগঞ্জ জেলা

 

নারায়ণগঞ্জ জেলার উপজেলা:-

নারায়ণগঞ্জ জেলায় উপজেলা ৫টি। সেগুলো হল:-

নারায়ণগঞ্জ সদর উপজেলা

নারায়ণগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। নারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সদর উপজেলা রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কি.মি. দূরে দক্ষিণ-পূর্বে ঢাকা শহরের উপকন্ঠে ২৩.৬০০০° উত্তর ৯০.৫০০০° পূর্ব অবস্থিত।

উত্তরে ঢাকা জেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলা, পূর্বে বন্দর উপজেলা ও সোনারগাঁও উপজেলা, পশ্চিমে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা। পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা নদী এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বন্দর উপজেলা

বন্দর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। উপজেলার অবস্থান ২৩°৩৫′৩৫″ উত্তর ০৯০°৩১′১৩″ পূর্ব। এ উপজেলার উত্তরে সোনারগাঁও উপজেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ সদর উপজেলা, পূর্বে সোনারগাঁও উপজেলা, পশ্চিমে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও শীতলক্ষ্যা নদী।

আড়াইহাজার উপজেলা

রূপগঞ্জ উপজেলা

রূপগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। রূপগঞ্জ উপজেলার অবস্থান ২৩.৭৯৩১° উত্তর ৯০.৫১৬৭° পূর্ব। রাজধানী ঢাকার পূর্ব সীমানায় শীতলক্ষ্যার নদীর তীরে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা। ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, দক্ষিণে সোনারগাঁও উপজেলা, পূর্বে আড়াইহাজার উপজেলা ও নরসিংদী সদর উপজেলা, পশ্চিমে ঢাকার ডেমরা থানা, খিলগাঁও থানা, বাড্ডা থানা ও খিলক্ষেত থানা। আয়তন প্রায় ১৭৬ বর্গকিলোমিটার বা ৬৮.০২ বর্গমাইল।

 

সোনাকান্দা স্টেডিয়াম – নারায়ণগঞ্জ জেলা

 

সোনারগাঁও উপজেলা

সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ২৩.৬৫৮৩° উত্তর ৯০.৬০৮৩° পূর্ব। এই উপজেলার উত্তরে রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার হোমনা উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা, মেঘনা নদী, পশ্চিমে বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ সদর উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও ডেমরা থানা।

আরও পড়ূনঃ

Exit mobile version