Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় পমথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ হয়েছে। গত বুধবার জেলার রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রউফ(২৪), শিপন(২২), আশরাফুল আলম (২২), অসীম (২৩)।

 

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 

সূত্র জানায়, বুধবার দুপুরে রূপগঞ্জে কুড়িল বিশ্বরোড-কাঞ্চন সড়কের পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ভুইয়াবাড়ী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা ঢাকা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

অপরদিকে, বুধবার রাতে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলর দুই আরোহী আশরাফুল আলম (২২), অসীম (২৩) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, আশরাফুল ও অসীম বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলযোগে গজারিয়া থেকে সোনারগাঁয়ে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে মেঘনা সেতুতে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তাঁরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি শনাক্ত এবং আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও দেখুনঃ

Exit mobile version