নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যম

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যম, নারায়ণগঞ্জ জেলা রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে, ২৩°৩৩’ থেকে ২৩°৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬’ থেকে ৯০°৪৫’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর জেলা উত্তরে নরসিংদী জেলা, গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার।

সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ১৩ মিটার বা ৩২ ফুট। ভূসংস্থান অনুসারে এ জেলা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পাললিক মাটির সমতল ভূমি। জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭৭৭ মিলিমিটার। বছরের অধিকাংশ সময়ই এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলাতেও এপ্রিল থেকে জুন হলো সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হলো সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

২০১১ সালের ৫ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ছিলেন শাহ কামাল। ৩০ অক্টোবর ২০১১ সালে নারায়ণগঞ্জে প্রথম বারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী মেয়র হিসেবে জয়লাভ করেন। সেলিনা হায়াৎ আইভী বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র। ২০১১ সাল থেকে টানা তৃতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।

 

নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যম
সাতগ্রাম জমিদার বাড়ি – নারায়ণগঞ্জ জেলা

 

নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যম:-

অত্র জেলায় ডিক্লারেশন প্রাপ্ত দৈনিক পত্রিকার তথ্য

ক্রমিক পত্রিকার নাম ও প্রকাশকের নাম সম্পদকের নাম ডিক্লারেশনের তারিখ ঠিকানা প্রেসের নাম মন্তব্য
০১ দৈনিক খবরের পাতা

জনাব মাহবুবুর রহমান মাসুম

জনাব মাহবুবুর রহমান মাসুম ২৩-০৯-১৯৯৬ ২৫৯ বি, কে রোড, নারায়ণগঞ্জ। সিরাজ প্রিন্টিং প্রেস, ১১, আলম খান রোড নারায়ণগঞ্জ
০২ দৈনিক শীতলক্ষ্যা

জনাব আরিফ আলম দীপু

জনাব আরিফ আলম দীপু ২৭-০৭-২০০৯ ৭৩ (পুরাতন) নতুন-৮৫, সিরাজদ্দৌলা রোড, কালীর বাজার চারারগোপ, নারায়ণগঞ্জ। আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ
০৩ দৈনিক আজকের জন্মভূমি

জনাব জাফর আহমেদ

জনাব জাফর আহমেদ ১১-০৪-২০০২  ৮৬, নবাব সলিমুল্লাহ রোড, মিশনপাড়া, নারায়ণগঞ্জ বর্ণমালা প্রিন্টিং প্রেস, আলী আহমদ চুনকা সড়ক, নারায়ণগঞ্জ
০৪ দৈনিক দেশের আলো

জনাব আনিসুল ইসলাম সানি

জনাব আনিসুল ইসলাম সানি ০৯-০৯-২০০২ ৭২ বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ। আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ
০৫ দৈনিক সোজা সাপটা

জনাব আবু সাউদ (মাসুদ)

জনাব আবু সাউদ (মাসুদ) ১৩-১০-২০০২ ৮৫/৩, দক্ষিন জামতলা, নতুন চাষাড়া, নারায়ণগঞ্জ। বর্ণমালা প্রিন্টিং প্রেস, আলী আহম্মদ চুনকা রোড, নারায়ণগঞ্জ।
০৬ দৈনিক ডান্ডি বার্তা

জনাব হাবিবুর রহমান বাদল

জনাব হাবিবুর রহমান বাদল ১৪-১১-২০০২ ১৭৯/৪ পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ।  

-ঐ-

০৭ দৈনিক সচেতন

জনাব মোঃ ইসলাম মিয়া,

জনাব মোঃ ইসলাম মিয়া, ২০-০৩-২০০৩ ২৭ নং কলেজ রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ রেদোয়ান ব্রাদার্স প্রিন্টিং প্রেস, ঢাকা
০৮ দৈনিক যুগের চিন্তা

জনাব আবু আল মোরছালীন বাবলা

জনাব আবু আল মোরছালীন বাবলা ৩০-১২-২০০৪ ২৩১/১, বি.বি. রোড, নারায়ণগঞ্জ বি এস প্রিন্টিং প্রেস, ২ আর কে মিশন রোড, ঢাকা।
০৯

 

 

দৈনিক খবর প্রতিদিন

জনাব এস. এম. ইকবাল রুমি

জনাব এস. এম. ইকবাল রুমি ১৭-০৫-২০০৯ ৮৪ নং কলেজ রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ। আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ
১০ দৈনিক আজকের নীর বাংলা

জনাব এস. এম ইমদাদুল হক মিলন

জি.এম.কিবরিয়া (খোকন) ১১-০৪-২০১০ ৫৫/১, এস. এম. মালেহ রোড, হাবিব শপিং কমপ্লেক্স, টানবাজার, নারায়ণগঞ্জ।  

আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ

১১ দৈনিক সকাল বার্তা প্রতিদিন

জনাব প্লাবন রাজু

জনাব প্লাবন রাজু ০৩-০৫-২০১০ ৫৩/৩, নবাব সলিমুল্লাহ সড়ক (৪র্থ তলা), চাষাড়া, নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ
১২ দৈনিক কালের কথা

জনাব মোঃ ইসমাইল হোসেন টিটু

সাইফুল্লাহ মাহমুদ টিটু ২১-০৭-২০১০ ১১ নং কলেজ রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ
১৩

 

দৈনিক নারায়ণগঞ্জের শতকথা

জনাব আজহার হোসেন

জনাব আজহার হোসেন ০২-০৩-২০১১ ৩/১, ডি.এন. রোড, নারায়ণগঞ্জ ক্রিসেন্ট প্রেস এন্ড পাবলিকেশন, ১০১/১ নতুন, ৭২/২ পুরাতন বঙ্গবন্ধু রোড, উকিল পাড়া, নারায়ণগঞ্জ
১৪ দৈনিক প্রতিদিন সকাল

জনাব জি,এম রহমান

জনাব জি,এম রহমান ০৫-০৪-২০১২ ১৩ বঙ্গবন্ধু সড়ক, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ। আসগর প্রিন্টিং প্রেস, ২০ শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ
১৫ দৈনিক অগ্রবানী প্রতিদিন জনাব স্বপন কুমার পোদ্দার ২৫-০৯-২০১৩ ১১৬/১ বিবি রোড, নারায়ণগঞ্জ কম্পিউটার স্ক্যান,
২নং সনাতন পাল লেন, নারায়ণগঞ্জ

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অত্র জেলায় ডিক্লারেশন প্রাপ্ত সাপ্তাহিক পত্রিকার তথ্য

ক্রমিক পত্রিকার নাম ও প্রকাশকের নাম সম্পাদকের নাম ডিক্লারেশনের তারিখ ঠিকানা প্রেসের নাম মন্তব্য
০১ সাপ্তাহিক দি নারায়নগঞ্জ পোস্ট (ইংরেজি), জনাব কামরুল হাসান জনাব কামরুল হাসান ২১-১০-১৯৯২ ৯৬, ডি, পি, রোড, ২ নং বাবুরাইল, নারায়ণগঞ্জ গম্পা প্রিন্টিং প্রেস,

২৬২ নং ফকিরের পুল, ঢাকা।

বর্তমানে প্রকাশ হচ্ছে না।
০২ সাপ্তাহিক ফেয়ার নিউজ (বাংলা) জনাব আব্দুল মজিদ খোন্দকার জনাব আব্দুল মজিদ খোন্দকার ০১-০৬-১৯৯৭ ৪০/১, নিউ হাজীগঞ্জ, থানা-ফতুল্লা, নারায়ণগঞ্জ আলী প্রিন্টিং প্রেস, পাগলা, নারায়ণগঞ্জ। বর্তমানে প্রকাশ হচ্ছে না।
০৩ সাপ্তাহিক মুক্ত আওয়াজ, জনাবএ,এস এম, এনামুল হক প্রিন্স জনাব এ,এস,এম, এনামুল হক প্রিন্স ১৫-০৭-২০০১ ১২৫/৩, কলেজ রোড, মাসদাইর,থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ, নারায়ণগঞ্জ নিয়মিত প্রকাশ হচ্ছে না।
০৪ সাপ্তাহিক পূর্ণ মাত্রা

এ, কে, এম মাসুমুজ্জামান

এ, কে, এম মাসুমুজ্জামান ৩০-১১-২০০৬ দেওভোগ বাংলাবাজার (সরদার বাড়ী) থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ, নারায়ণগঞ্জ অনিয়মিত
০৫ সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমা, জনাব মোশারফ হোসেন জনাব মোশারফ হোসেন ২১-০৬-২০০৭ কুল চরিত্র, ডাকঘর মিনাবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ,নারায়ণগঞ্জ বর্তমানে প্রকাশ হচ্ছে না।
০৬ সাপ্তাহিক নারায়ণগঞ্জ সমাচার, জনাব গোলাম জাকারিয়া ভূঞা, জনাব বিনয় কুমার রায় ০৯-০৯-২০০৯ আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ, নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ, নারায়ণগঞ্জ বর্তমানে প্রকাশ হচ্ছে না।

 

নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যম
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি – নারায়ণগঞ্জ জেলা

 

অত্র জেলায় ডিক্লারেশন পাক্ষিক পত্রিকার তথ্য

ক্রমিক পত্রিকার নাম ও প্রকাশকের নাম সম্পদকের নাম ডিক্লারেশনের তারিখ ঠিকানা প্রেসের নাম
০১ পাক্ষিক প্রকীর্তি,

জনাব সাইফুদ্দিন সবুজ

জনাব সাইফুদ্দিন সবুজ ০৩-০৯-২০০১ সিদ্ধিরগঞ্জ পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ, নারায়ণগঞ্জ
০২ পাক্ষিক পুরাতন পাতা জনাব রমজান বিন মোজাম্মেল ১১-০৩-২০১০ ৩২, মকবুল প্লাজা (কক্ষ নং-১৩), চাঁনমারী, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আসগর প্রিন্টিং প্রেস, ২০ সোহরাওয়ার্দী এভিনিউ, নারায়ণগঞ্জ

 

আরও পড়ুূনঃ

Leave a Comment