নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক ইউনিট

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক ইউনিট, ৫২-এর ভাষা আন্দোলন নারায়ণগঞ্জবাসীর কাছে স্মরণীয় ও বরণীয় এক অধ্যায়। যেহেতু নারায়ণগঞ্জ থেকে ২০ কি.মি. অদূরেই অবস্থিত ঢাকা জেলা, তাই পার্শ্ববর্তী জেলা হিসেবে পাকিস্তানি স্বৈরশাসককে উৎখাত করার জন্যই এ এলাকার জনগণ ছিল প্রতিবাদমুখর। তৎকালীন ছাত্রনেতা শামসুজ্জোহা, বজলুর রহমান, বদরুজ্জামান, মফিজ উদ্দিন, হাবিব রশিদ, সুলতান মাহমুদ মলি­ক, কাজী মজিবুর , শেখ মিজান ও এনায়েত নগরের শামসুল হক প্রমুখের নেতৃত্বে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে সক্ষম হন। এখনও এ অঞ্চলের প্রতিটি মানুষ ভাষা আন্দোলনের ইতিহাসকে আত্মায় ধারণ করে প্রতিবৎসর ২১শে ফেব্রুয়ারি প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এক বলিষ্ঠ ভূমিকা ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সুসংঘঠিত মুক্তিযোদ্ধাদের কমান্ডার এম.এ গনি, মোহাম্মদ আলী, মোঃ নাসির উদ্দিন, মহিউদ্দিন রতন, নুরুল ইসলাম, মোঃ সামসুল হক, মমিনুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ উল্লেখযোগ্য। ফতুল্লার পঞ্চবটিতে ডালডার মিল নামের এলাকা ছিল পাকসেনাদের দখলে।

প্রতিরাতে তারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে যমুনা জেটির কাছে নিয়ে আসত এবং গুলিবর্ষণ করে হত্যার পরে লাশগুলো বুড়িগঙ্গা নদীর জলে নিক্ষেপ করে ভাসিয়ে দেওয়া হতো বলে জানা যায়। মুক্তিযোদ্ধা দুলাল ও আমিনুর ডিক্রিরচর ও কানাই নগরে মুক্তিযোদ্ধাদের একটি শক্তিশালী গ্রুপ তৈরী করেন। বাবুরাইলের মুক্তিযোদ্ধা শরিফুল আশ্রাফ যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতিত্ব দেখাতে সক্ষম হন।

নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

২৯২ বর্গমাইল এলাকা নিয়ে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয় যা ৫টি উপজেলা নিয়ে গঠিত। ১৮৮২ সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়। ২০১১ সালের ৫ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা সমন্ময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক ইউনিট
সোনাকান্দা স্টেডিয়াম – নারায়ণগঞ্জ জেলা

 

নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক ইউনিট:-

# শিরোনাম পদবি ই-মেইল মোবাইল নং ফোন (অফিস) ব্যাচ (বিসিএস)
মো: মঞ্জুরুল হাফিজ, বিপিএএ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট dcnarayanganj@mopa.gov.bd ######## ০২-৪৭৬৫০৬৬৪ ২২
মোহাম্মদ আনোয়ার হোসাইন উপপরিচালক (স্থানীয় সরকার ) ddlgnarayangonj@gmail.com ######## ০২-২২৪৪৩৬৭৫০ ২৭
মৌসুমী বাইন হীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট admnarayanganj8@gmail.com ০১৭০৮-৪৪২২৬৫ ০১৭০৮-৪৪২২৬৫ ৩০
শাফিয়া আক্তার শিমু অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) shafia shimo@gmail.com ######## ###### ৩০
এইচ. এম. সালাউদ্দীন মনজু অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) adcrnarayanganj@mopa.gov.bd ০১৭০৮-৪৪২২৬৪ ০২-২২৪৪৩৬৭৪৭ ৩১
আজিজুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) adceduictnarayanganj@mopa.gov.bd ০১৭০৮-৪৪২২৬৬ ০২-২২৪৪৩৬৭২২ ৩১
মোঃ সাকিব-আল-রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) adcgnarayanganj@mopa.gov.bd ######## ০২-২২৪৪৩৬৭৩৭ ৩১
মোছাঃ জেসমিন নাহার সিনিয়র সহকারী-কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রশিক্ষণে আছেন) nahar014880@gmail.com ######## ০২-২২৪৪৩৬৭৫১ ৩৪
খাদিজা বেগম সিনিয়র সহকারী-কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা ক, খ অঞ্চল) begumkhadiza1986@gmail.com ######## ###### ৩৫
১০ হাসান মো: হাফিজুর রহমান সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) tutul.bcs35@gmail.com ০১৭২৩-০৯৭৬২৭ ০১৭২৩-০৯৭৬২৭ ৩৫

 

নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক ইউনিট
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি – নারায়ণগঞ্জ জেলা

 

১১ ইলোরা ইয়াসমিন সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা শাখা, জেলা ই-সেবা কেন্দ্র ) elorayasmin0@gmail.com ######## ###### ৩৫
১২ আরাফাত মোহাম্মদ নোমান সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা ) arafatnoman@gmail.com ######## ###### ৩৫
১৩ পারভীন খানম সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেনারেল সার্টিফিকেট শাখা, দলিল অবমূল্যায়ন শাখা)) parvin18067@gmail.com ######## ###### ৩৫
১৪ নুশরাত আরা খানম সিনিয়র সহকারী কমিশনার (জে. এম শাখা, আগ্নেয়াস্ত্র শাখা, তথ্য ও অভিযোগ শাখা) nushrat.emc@gmail.com ######## ২৭৬৪৬৭৪৭ ৩৫
১৫ মারুফা সুলতানা খান হীরামনি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সংস্থাপন শাখা, ফরমস ও ষ্টেশনারি) mail2hiramony@gmail.com ######## ###### ৩৫
১৬ ফারাশিদ বিন এনাম সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রেভিনিউ ডেপুটি কালেক্টর ) farashid00@gmail.com ######## ###### ৩৫
১৭ মোছা: দিলশাদ জাহান সিনিয়র সহকারী-কমিশনার (আইসিটি শাখা) dilsaddina85@gmail.com ######## ###### ৩৫
১৮ মোহাম্মদ রবিন মিয়া সহকারী কমিশনার (নেজারত শাখা, পর্যটন সেল, ট্রেজারী শাখা, রেকর্ড রুম শাখা ) rbinsust@gmail.com ######## ###### ৩৬
১৯ কে. এম. ইশমাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( প্রশিক্ষণে আছেন ) ishmamrittique@gmail.com ######## ###### ৩৭
২০ মোহাম্মদ আসাদুজ্জামান নূর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রাজস্ব মুন্সিখানা শাখা, প্রবাসী কল্যাণ শাখা) zamanassad38@gmail.com ######## ###### ৩৮

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

২১ আর্নিকা আক্তার সহকারী কমিশনার ( গোপনীয় শাখা, লাইব্রেরী শাখা ও রেডিও নারায়ণগঞ্জ) arnikaaktar06@gmail.com ######## ###### ৩৮
২২ মোঃ তামশিদ ইরাম খান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( প্রশিক্ষণে আছেন ) tamsidiram58@gmail.com ######## ###### ৪০
২৩ তাছলিমা আক্তার প্রশাসনিক কর্মকর্তা (রাজস্ব শাখা) taslimaakter1967@gmail.com ######## ######

 

আরও পড়ূনঃ

Leave a Comment