নারায়ণগঞ্জে বাস ভাড়া কমাতে আলটিমেটাম

বাস ভাড়া কমাতে আলটিমেটাম – ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসব দাবি মানা না হলে ১৭ নভেম্বর শহরে হরতালের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এসব দাবি জানান।

 

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমাতে আলটিমেটাম

 

লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেটের মাফিয়া ও গডফাদাররা পালিয়ে যায়। আবার যেন এ সেক্টর কোনো গডফাদারের হাতে জিম্মি হয়ে না পড়ে।

 

 

বিগত সরকারের আমলে বিআরটিএর জারি করা নারায়ণগঞ্জ রুটে ভাড়ার তালিকা সংবলিত প্রজ্ঞাপনটি জনবিরোধী উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দূরত্ব সাড়ে ১৯ কিলোমিটার দেখিয়ে কিলোমিটার প্রতি ২.৩২ টাকা হারে ৪৫ টাকা ভাড়া দেখানো হয়েছে। সেই সঙ্গে ফ্লাইওভার টোল, ইউটার্নসহ ভাড়া নির্ধারণ করা হয় ৫৪ টাকা।

প্রজ্ঞাপনে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দূরত্ব দেখানো হয়েছে সাড়ে ১৯ কিলোমিটার। কিন্তু বাস্তবে কোনো বাস মতিঝিল ঘুরে যাতায়াত করে না। এ ছাড়া গত ৩০ আগস্ট সরকার ডিজেলের দাম লিটার প্রতি ১.৫০ টাকা কমালেও বাস ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেই।

তিন দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাস ভাড়া কমিয়ে ৪৫ টাকা এবং অন্য রুটে যৌক্তিকহারে ভাড়া কমিয়ে আনতে হবে। এ রুটে এসি বিআরটিসি বাসের ভাড়া ৬০ টাকা ও বেসরকারি সব বাস ভাড়া ৬৫ টাকা করতে হবে। এ সময় ছাত্রদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবি জানান তিনি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ প্রমুখ।

 

আরও দেখুনঃ

Leave a Comment